দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
হিলিতে মাদকদ্রব্যসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
মোফাচ্ছিলুল মাজেদ মার্চ ২২, ২০২০, ১:৫৪ অপরাহ্ণ | পড়া হয়েছে ৪০৩ বার |

হিলি (দিনাজপুর) প্রতিনিধি://
দিনাজপুরের হিলিতে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৬ জনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।

আজ রবিবার সকাল থেকে হিলি সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছে হাকিমপুর থানা অফিসার ইনার্চজ আব্দুর রাজ্জাক আকন্দ।

তিনি আরো জানান, সীমান্তের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী পৃথক পৃথক অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেন্সিডিলসহ দিনার হোসেন এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি সহ আরো ৫ জনকে আটক করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের পুর্বক দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলার ধরন্দা গ্রামের মুনতাজ আলীর ছেলে দিনার হোসেন (২৫), চুড়িপট্টি এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে সাইফুল ইসলাম (৪০), মৃত মকু মিয়ার ছেলে রবিউল ইসলাম রবি (৩০), লোহাচড়া গ্রামের খালেকুজ্জামানের ছেলে মাসুম সরকার (৩০), চন্ডিপুর এলাকার আমির হোসেনের ছেলে আনোয়ার হোসেন টিটু (৩৪), বালুচড় এলাকার মৃত হাবিবুল্লাহর ছেলে হাসান (৫২)।

এই পাতার আরো খবর -
২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৯ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৫ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৭ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:১৮ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:৫৯ অপরাহ্ণ
এশা রাত ৭:১৬ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO