ঢাকাবৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২০
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

খানসামায় ধান কাটতে হাওড় অঞ্চলে শ্রমিক প্রেরণ ও কম্বাইন হারভেস্টার বিতরণ

মোফাচ্ছিলুল মাজেদ
এপ্রিল ২৩, ২০২০ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলা হতে হাওড় অঞ্চলে শ্রমিক পাঠানো কার্যক্রমের ও কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা হিসেবে শতকরা ৫০ভাগ সরকারী ভুর্তুকি মূল্যে কৃষকদের মাঝে দুটি কম্বাইন হারভেস্টার (ধান-গম কাটা ও মারাই, ঝাড়াই) বিতরণ করা হয়েছে।


২৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্বরে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের হাতে কম্বাইন হারভেস্টারের চাবি তুলে দেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম।


পরে জেলা প্রশাসক উপজেলার হোসেনপুর উচ্চ বিদ্যালয় মাঠে মাই ফ্রেশ ওয়াটার টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক মো. লিয়ন চৌধুরীর সহায়তায় গাড়ি ভাড়া, খাওয়া-থাকা সহ প্রভৃতি সুযোগ সুবিধার মাধ্যমে হাওড় অঞ্চলে ধান কাটতে শ্রমিক পাঠানো কার্যক্রমের উদ্বোধন করেন।


এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক মো. তৌহিদুল ইকবাল, উপজেলা চেয়ারম্যান আবু হাতেম, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আফজাল হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারিন আজমি, অফিসার ইনচার্জ শেখ কামাল হোসেন, মাই ফ্রেশ ওয়াটার টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক লিয়ন চৌধুরী প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।