ঢাকামঙ্গলবার , ১১ মে ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে করোনায় আরো একজনের মৃত্যু ॥ আক্রান্ত ১৩ জন

দিনাজপুর বার্তা
মে ১১, ২০২১ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

মো. আমির হোসেন বাদশা ॥ দিনাজপুরে গত ২৪ ঘন্টায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ১১৯ জনের মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘন্টায় ১৩ জনসহ এ পর্যন্ত ৫৫১৪ জন আক্রান্ত হয়েছেন। আর নতুন ১৭ জনসহ জনসহ এ পর্যন্ত ৫১৯৬ সুস্থ হয়েছেন। তবে আক্রান্ত ৫৫১৪ জনের মধ্যে ৫১৯৬ জন সুস্থ ও ১১৯ জনের মৃত্যু হওয়ায় বর্তমানে দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত রোগির সংখ্যা রয়েছে ১৯৯ জন।
দিনাজপুর সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ জানান, মঙ্গলবার (১১ মে) দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৭০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৩ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত আক্রান্ত রোগির সংখ্যা পৌঁছেছে ৫৫১৪ জনে। নতুন আক্রান্ত ১৩জনের মধ্যে সদর উপজেলাতে ১২ জন ও পার্বতীপুর উপজেলায় একজন। একই সময়ে নতুন আরো ১৭ জনসহ এ পর্যন্ত ৫১৯৬ জন সুস্থ হয়েছেন। আর দিনাজপুর সদর উপজেলায় একজনসহ এ পর্যন্ত ১১৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার আক্রান্তের হার ছিল ১৮ দশমিক ৫৭ শতাংশ। যা আগের দিন ছিল ১৩ দশমিক ৪১ শতাংশ।
মোট আক্রান্ত ৫৫১৪ জনের মধ্যে সদর উপজেলায় সবচেয়ে বেশী ৩০৩৭ জন। এছাড়া বিরলে ৩২৭, বিরামপুরে ৩৩৩ জন, বীরগঞ্জে ১৬৬ জন, বোচাগঞ্জে ১৫৪ জন, চিরিরবন্দরে ২২৩ জন, ফুলবাড়ীতে ১৯৬ জন, ঘোড়াঘাটে ৯৩ জন, হাকিমপুরে ৯০ জন, কাহারোলে ১৭২ জন, খানসামায় ১২২ জন, নবাবগঞ্জে ১৪৯ ও পার্বতীপুর উপজেলায় ৪৫২ জন।
মোট মৃত ১১৯ জনের মধ্যে সদর উপজেলায় ৫৬, বিরলে ৭ জন, বিরামপুরে ৬ জন, বীরগঞ্জে ৬ জন, বোচাগঞ্জে ৪ জন, চিরিরবন্দরে ১১ জন, ফুলবাড়ীতে ৮ জন, হাকিমপুরে একজন, কাহারোলে ৫ জন, খানসামায় ৪ জন, নবাবগঞ্জে ৩ জন ও পার্বতীপুর উপজেলায় ৮ জন। তবে জেলার ১৩টি উপজেলার মধ্যে ঘোড়াঘাট উপজেলায় এখন পর্যন্ত কারো মৃত্যু হয়নি।
সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ আরো জানান, গত ২৪ ঘন্টায় ৪৯টিসহ এ পর্যন্ত ৪১০৫০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আর গত ২৪ ঘন্টায় ৭০টিসহ এ পর্যন্ত ৩৮৪২৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘন্টায় ৪২জনসহ ৩২৭৪৩ জন কোয়ারেন্টাইন নেয়া হয়েছে এবং ৬৫ জনসহ ৩২৪৮৭ জন কোয়ারেন্টাইন হতে ছাড় পেয়েছেন। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ১৮৪ জন ও হাসপাতালে ১৫ জন ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।