ঢাকাশনিবার , ২২ মে ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে করোনায় নতুন ১৭ জনসহ মোট ৫৬২৬ আক্রান্ত ॥ সুস্থ ৫৩৫২

দিনাজপুর বার্তা
মে ২২, ২০২১ ৩:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরে গত ২৪ ঘন্টায় নতুন আরো ১৭ জনসহ এ পর্যন্ত ৫৬২৬ জন আক্রান্ত হয়েছেন। আর নতুন ৯ জনসহ জনসহ এ পর্যন্ত ৫৩৫২ সুস্থ হয়েছেন। আর এ পর্যন্ত ১২২ জরে মৃত্যু হয়েছে। তবে আক্রান্ত ৫৬২৬ জনের মধ্যে ৫৩৫২ জন সুস্থ ও ১২২ জনের মৃত্যু হওয়ায় বর্তমানে দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত রোগির সংখ্যা রয়েছে ১৫২ জন।
দিনাজপুর সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ জানান, শুক্রবার (২১ মে) দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৭ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত আক্রান্ত রোগির সংখ্যা পৌঁছেছে ৫৬২৬ জনে। নতুন আক্রান্ত ১৭ জনের মধ্যে সদর উপজেলাতে ১৪ জন। এছাড়া বীরগঞ্জে একজন, চিরিরবন্দরে একজন ও পার্বতীপুর উপজেলায় একজন। একই সময়ে নতুন আরো ৯ জনসহ এ পর্যন্ত ৫৩৫২ জন সুস্থ হয়েছেন। আর এ পর্যন্ত ১২২ জনের মৃত্যু হয়েছে। বুধবার আক্রান্তের হার ছিল ১৩ দশমিক ৮২ শতাংশ।
মোট আক্রান্ত ৫৬২৬ জনের মধ্যে সদর উপজেলায় সবচেয়ে বেশী ৩১২০ জন। এছাড়া বিরলে ৩৩১, বিরামপুরে ৩৩৩ জন, বীরগঞ্জে ১৬৮ জন, বোচাগঞ্জে ১৫৪ জন, চিরিরবন্দরে ২৩৪ জন, ফুলবাড়ীতে ১৯৭ জন, ঘোড়াঘাটে ৯৩ জন, হাকিমপুরে ৯০ জন, কাহারোলে ১৭২ জন, খানসামায় ১২৩ জন, নবাবগঞ্জে ১৫৪ ও পার্বতীপুর উপজেলায় ৪৫৭ জন।
মোট মৃত ১২২ জনের মধ্যে সদর উপজেলায় ৫৭, বিরলে ৭ জন, বিরামপুরে ৬ জন, বীরগঞ্জে ৬ জন, বোচাগঞ্জে ৪ জন, চিরিরবন্দরে ১১ জন, ফুলবাড়ীতে ৮ জন, হাকিমপুরে একজন, কাহারোলে ৫ জন, খানসামায় ৪ জন, নবাবগঞ্জে ৩ জন ও পার্বতীপুর উপজেলায় ১০ জন। তবে জেলার ১৩টি উপজেলার মধ্যে ঘোড়াঘাট উপজেলায় এখন পর্যন্ত কারো মৃত্যু হয়নি।
সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ আরো জানান, গত ২৪ ঘন্টায় ১৫৭ টিসহ এ পর্যন্ত ৪১৮৭৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আর গত ২৪ ঘন্টায় ১২৩টিসহ এ পর্যন্ত ৩৯১৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘন্টায় ৫৭ জনসহ ৩৩১২৭ জন কোয়ারেন্টাইন নেয়া হয়েছে এবং ৪৭ জনসহ ৩২৯৩৩ জন কোয়ারেন্টাইন হতে ছাড় পেয়েছেন। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ১৩৭ জন ও হাসপাতালে ১৫ জন ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।