কাহারোল সংবাদদাতা ॥ দিনাজপুরের কাহারোলে সামাজিক দূরত্ব না মেনে চলছে গরুর হাট। দিনাজপুর জেলার মধ্যে সর্ব বৃহৎ গরুর হাট কাহারোল হাট।
প্রতি সপ্তাহে শনিবার করে এই গরুর হাট বসে। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা হতে গরু ব্যবসায়ীরা গরু ক্রয় এবং বিক্রয়ের জন্য এই হাটে আসেন। হাট ইজারাদার সামাজিক দূরত্ব বজায় রেখে গরু ক্রয় বিক্রয় করার জন্য মাইকিং এর মাধ্যমে প্রচার করলেও কেউ মানছে না সামাজিক দূরত্ব। হাটে ঘুরে দেখা যায় সামাজিক দূরত্ব না মেনে গাদা গাদি ভাবে থেকে চলছে গরু ক্রয় বিক্রয়, মুখে মাস্কের কোন বালাই নেই। এভাবে গরুর হাট চলতে থাকলে করোনা ভাইরাসের প্রার্দূভাব ঘটতে সময় লাগবে না, বলে এলাকার সচেনতন মহল ধারনা করছেন। মুখে মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রেখে গরুর হাটটি লাগানোর জন্য স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছেন এলাকাবাসী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।