বিরামপুর সংবাদদাতা ॥ বিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে ৩০ জুন বুধবার উপজেলার ৭৩০ জন কৃষকের মাঝে রোপা আমন ধানের প্রণোদনার সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা চত্বরে সার বীজ বিতরণের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, কৃষি অফিসার কৃষিবিদ নিকছন চন্দ্র পাল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস ও দীনেশ রায়। কৃষি দপ্তর সূত্রে জানানো হয়, এবার উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌর এলাকার ৭৩০ জন কৃষকের মাঝে রোপা আমন ধানের প্রণোদনার সার বীজ বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ২০০ জন হাইব্রিড ধান চাষীর মাঝে বীজ ২ কেজি, ডিএপি ২০ কেজি ও এমওপি ১০ কেজি হারে এবং ৫৩০ জন উচ্চ ফলনশীল ধান চাষীর মাঝে বীজ ৫ কেজি, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি হারে বিতরণ করা হচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।