ঢাকাবৃহস্পতিবার , ৮ জুলাই ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর মহিলা সমিতির পক্ষ হতে করোনা রোগীদের জন্য সিভিল সার্জনের নিকট অক্সিজেন সিলিন্ডার প্রদান

দিনাজপুর বার্তা
জুলাই ৮, ২০২১ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার ॥ ৮ জুলাই বৃহস্পতিবার দিনাজপুরের ঐতিহ্যবাহী নারী সংগঠন জেল রোডস্থ দিনাজপুর মহিলা সমিতির নিজস্ব অর্থায়নে করোনা রোগীদের সহযোগিতার জন্য জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছের নিটক ২টি অক্সিজেন সিলিন্ডার ও অক্সিজেন সেট প্রদান করা হয়।
অক্সিজেন সেট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর মহিলা সমিতির সভানেত্রী নাসিমা চৌধুরী, সহ-সভানেত্রী মালেকা পারভীন, সদস্য মীর শিরিন সুলতানা, প্রধান উপদেষ্টা ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী ও উপদেষ্টা মশিউর রহমান মিনাল। অক্সিজেন ২টি গ্রহণকালে জেলা করোনা প্রতিরোধ কমিটির সচিব ও দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ বলেন, বৈশ্বিক মহামারী করোনা প্রতিরোধে শুধু স্বাস্থ্য বিভাগের লোকজন এগিয়ে আসলে হবে না, সমাজের বিভিন্ন স্তরের মানুষদের এগিয়ে আসতে হবে। করোনা প্রতিরোধে সবচেয়ে বড় সচেতনতাই হলো মাস্ক ব্যবহার এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা। এ ব্যাপারে সাধারন মানুষকে সচেতন করতে হবে। উল্লেখ্য দিনাজপুরের ঐতিহ্যবাহী মহিলা সমিতি করোনাকালীন কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ ও দুঃস্থ্য মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।