
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দোকানের পসরা বসার দায়ে ৬ ব্যবসায়ীর ৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার বেলা ১২ টায় পৌর বাজারে অভিযান চালিয়ে ২০০৯ এর স্থানীয় সরকার আইনের ১০৮ এর ২ধারায় এই জরিমানা করেন,ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী।
ফুলবাড়ী থানার ওসি ফকরুল ইসলাম বলেন,সড়কের উপরে পসরা বসিয়ে পথচারীদের যাতায়াতের প্রতিবন্ধকতা সৃষ্টি করায়,কসমেটিকস ব্যবসায়ী ইমরান হোসেন, সুমন চন্দ্র, সুমন মন্ডল ও পায়ে পায়ে সু-ষ্টোরের মালিক ঝুলন চৌধুরীসহ পাচঁ ব্যাবসায়ীর এক হাজার টাকা করে জরিমানা করেন এবং কসমেটিকস ব্যবসায়ী আব্দুল জলিলের দুই হাজার টাকা জরিমানা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।