ঢাকাবুধবার , ১৪ এপ্রিল ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

সড়কে কড়াকড়ি লকডাউন, ফুলবাড়ীতে রাস্তায় রাস্তায় পুলিশ চেকপোস্ট

দিনাজপুর বার্তা
এপ্রিল ১৪, ২০২১ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ী সংবাদদাতা ॥
করোনারভাইরাসের দাপট ঠেকাতে দিনাজপুরের ফুলবাড়ীতে ভোর থেকেই সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন কঠোর বিধিনিষেধ কার্যকর হয়েছে। ফুলবাড়ী শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, এই কঠোর লকডাউন বাস্তবায়ন করতে তৎপরতা চালাচ্ছে থানা পুলিশ।
শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঢাকামোড় এবং নিমতলা মোড় ছোট যমুনা ব্রিজের সামনে জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করতে বসানো হয়েছে পুলিশ চেকপোস্ট। সেসব চেকপোস্টে বিভিন্ন যানবাহন থামিয়ে যাত্রীদের পরিচয় এবং রাস্তায় বের হওয়ার কারণ জিজ্ঞেস করা হচ্ছে। যেসব পেশার মানুষ জরুরীসেবার সঙ্গে সম্পৃক্ত, শুধু তাদেরকেই চেকপোস্ট অতিক্রম করার অনুমতি দিয়ে অন্যদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।
ফুলবাড়ী থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. মাহামুদুল হাসান বলেন, সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। আজ লকডাউনের প্রথম দিন, তাই আজ বেশি কঠোর না হয়ে জনসাধারণকে ঘরে ফিরে যেতে বলা হচ্ছে। পরের দিন থেকে কঠোর অবস্থান নেওয়া হবে। মুভমেন্ট পাশ ছাড়া কাউকেই বাড়ির বাহিরে আসতে দেওয়া হবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।