ঢাকাশনিবার , ২৮ জানুয়ারি ২০২৩
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

ঘোড়াঘাটে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় অজ্ঞাত ব্যাক্তির নামে মামলা

মোফাচ্ছিলুল মাজেদ
জানুয়ারি ২৮, ২০২৩ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

জোড়া খুনের ঘটনাকে কেন্দ্র করে চরাঞ্চল থেকে আসা ৩৮টি বাড়িতে আগুন,ভাংচুর,লুট-পাট এবং চুরি ঘটনায় দিনাজপুরের ঘোড়াঘাট থানাতে একটি মামলা দায়ের হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় গ্রাম পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ১০০০ থেকে ১২০০ জন ব্যাক্তিকে আসামি করে একটি মামলা রুজু করেন।

মামলার বিবারণে জানাযায়,গত ২৫ জানুয়ারি খোদাদাতপুর চুনিয়া পাড়ায় মনোয়ার হোসেন মিম ও রাকিব হোসেন নামের দুই যুবক কে হত্যা করাকে কেন্দ্র করে পরের দিন বৃহস্পতিবার দাফন শেষে উত্তেজিত জনতা হত্যার সাথে জড়িত ওমর আলী বাড়ি সহ চরাঞ্চল থেকে আসা আনুমানিক ৩৮ টি বাড়িতে অগ্নিসংযোগ করা করে।এসময় অগ্নিসংযোগের সাথে ভাংচুর,ঘরের বাহিরে থাকা জিনিস পত্র লুট-পাট ও গরু-ছাগল চুরি করে নিয়ে যায়।এতে করে সব মিলিয়ে প্রায় ১৬ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়।

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির জানান,অগ্নিসংযোগে লুট-পাট,চুরি ঘটনায় অজ্ঞাতনামা শতাধিক ব্যাক্তিকে আসামি করে একটি মামলা রুজু হয়েছে।যথাযথ আইন মেনে পরবর্তি কার্যক্রম পরিচালনা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।