দিনাজপুর বার্তা২৪ ডেক্স: পাটকেলঘাটার সুরবিতান সঙ্গীত নিকেতনের আয়োজনে গুণীজন সংবর্ধনা, অভিভাবক সমাবেশ, কৃতি শিক্ষার্থীদের সনদপত্র প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শুক্রবার সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। পাটকেলঘাটা অডিটোরিয়ামে আশীষ কুমার দাশের সভাপতিত্বে বাংলাদেশ বেতার খুলনা’র মুখ্য সঙ্গীত পরিচালক উঁস্তাদ শেখ আলী আহমেদ ও পাটকেলঘাটার প্রবীণ সঙ্গীত শিক্ষক অশোক বিশ্বাসকে উত্তরীয় পরিয়ে সম্মাননা ক্রেস্ট,পুস্পমাল্য ও ছাতা প্রদানের মাধ্যমে গুণীজন সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনার পরপরই সুরবিতান সঙ্গীত নিকেতনের শিক্ষক অনিমেষ রায়ের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা দেশাত্ববোধক, নজরুলসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, লালগীতি, পল্লীগীতি ও আধুনিকসহ বিভিন্ন সঙ্গীত পরিবেশন করে। একই অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি বিশিষ্ট সঙ্গীতজ্ঞ উস্তাদ শেখ আলী আহমেদ আধুনিক ও ভজনসঙ্গীত পরিবেশন করেন। গুণী এ সঙ্গীতজ্ঞের সঙ্গীত পরিবেশনের সময় দর্শক শ্রোতা সুরের মায়াজালে আবিষ্ট হয়ে পড়ে এবং মহুর্মহু করতালি দিয়ে ভাল লাগার বিষয়টি জানান দিতে থাকে। অনুষ্ঠানের শুরুতে সুরবিতান সঙ্গীত নিকেতনের কর্মকর্তা,শিক্ষক ও শিক্ষার্থীরা বর্ণাঢ্য র্যালী বের করে। র্যালীটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্ব নির্ধারিত পাটকেলঘাটা অডিটোরিয়ামে এসে শেষ হয়। এরপর প্রভাষক অলীক কুমার পালের উপস্থাপনায় অভিভাবক সমাবেশ উপলক্ষে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সভাপতি আশীষ কুমার দাশ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার খুলনা’র মুখ্য সঙ্গীত পরিচালক সংবর্ধিত অতিথি উঁস্তাদ শেখ আলী আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীন সঙ্গীত শিক্ষক উঁস্তাদ অশোক বিশ্বাস, পাটকেলঘাটার লোকনাথ নার্সিং হোমের প্রতিষ্ঠাতা পরিচালক পুলক কুমার পাল,অভিভাবক মঙ্গলচন্দ্র মল্লিক, চিত্তরঞ্জন মল্লিক, সুরবিতান সঙ্গীত নিকেতনের পরিচালক শুধাংশু বিশ্বাস, সাধারণ সম্পাদক উৎপল সাধু ও সঙ্গীত শিক্ষক অনিমেষ রায়।