হিলি প্রতিনিধি:
হিলিতে মিঠুন নামের এক যুবককে গলাকেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। রোববার রাত ৮টার দিকে চন্ডিপুর মাঠে কে বা কাহারা তাকে গলা কেটে হত্যাকরে পালিয়ে যায়। নিহত মিঠুন ফকিরপাড়া এলাকার মৃত শাহদত হোসেনের ছেলে।
স্থানীয়দের ধারণা জুয়া খেলাকে কেন্দ্র করে মিঠুনকে হত্যা করা হতে পারে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মিঠুনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
একই এলাকার কোরবান নামের এক যুবক মিঠুনকে হত্যা করে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
হাকিমপুর থানা অফিসার ইন চার্জ আব্দুস সবুর জানান, মিঠুনকে পিছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে আঘাত করা হয়েছে। তবে, হত্যাকারীদের ধরতে অভিযান চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।