হিলি (দিনাজপুর) প্রতিনিধি://
আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাসিক অপরাধ পরিস্থিতি, চোরাচালান ও মাদক নিমূলে শীর্ষ ভুমিকা রাখায় রংপুর বিভাগের মধ্যে শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে সীমান্ত লাগোয়া দিনাজপুর জেলার হাকিমপুর থানা।
গেলো শনিবার রংপুর রেন্জর ডিআইজি অফিসের সম্মেলন কক্ষে বিভাগের সব থানা নিয়ে মে মাসের মাসিক অপরাধ ও আইনশৃঙ্খলা সভায় দিনাজপুর জেলার হাকিমপুর থানাকে বিভাগের শ্রেষ্ঠ থানা হিসাবে ঘোষনা করে। এসময় রংপুর রেন্জর ডিআইজি খন্দকার গোলাম ফারুক হাকিমপুর থানার ওসি আব্দুল হাকিম আজাদের হাতে কেস্ট ও সনদপত্র তুলে দেন।
হাকিমপুর থানা ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, মে মাসে ৬৯৫ বোতল ফেন্সিডিল, নেশার এ্যাম্পল ৩৫০ পিচ, ১০৫১ পিচ ইয়াবা, ২০৮ গ্রাম গাঁজা, ৬২ লিটার চোলাই মদ, ১৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া থানার বিভিন্ন এলাকায় অভিযানে চোরাচালান মামলা করা হয় ৬০টি, এছাড়াও বিভিন্ন মামলায় ৮৪ জনকে আটক করা হয়।