হাকিমপুর সংবাদদাতা ॥ দিনাজপুর হাকিমপুর উপজেলায় বজ্রপাতে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। তারা ২ জনেই বয়সে শিশু।
৭ জুন সোমবার বিকাল ৪ টার সময় বৃষ্টিতে ভিজে ঝড়ের মধ্যে আম কুড়াতে গেলে বজ্রপাতে দুই বোনের মৃত্যু হয়।
নিহত শিশুরা হলো মহোসিনা (১২) ও মোবারসেরা (৭)। তারা হাকিমপুর উপজেলার ১নং খট্টা মাধবপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের লোহাচড়া গ্রামের মোঃ মফিজ উদ্দিনের মেয়ে ।
এলাকাবাসী জানায়, সোমবার বিকেল ৪ টার দিকে ঝড় বৃষ্টি শুরু হয়। এ সময় মহোসিনা ও মোবারসেরা দুই বোন বৃষ্টিতে ভিজে বাড়ীর পাশে ঝড়ে পড়া আম কুড়াচ্ছিল। সেখানে বজ্রপাতের সৃর্ষ্টি হলে মহোসিনা ও মোবারসেরা দুই বোন ঝলসে গিয়ে ঘটনা স্থলেই মারা যায়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।