স্টাফ রিপোর্টার ॥ অরবিন্দ শিশু হাসপাতালের ৩১তম বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক নির্বাচন বিমল কুমার দেব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কার্যনির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ এর সভাপতিত্বে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ছুটু। আয় ব্যয়ের প্রতিবেদন পাঠ করেন কোষাধ্যক্ষ আলহাজ্ব জহির শাহ। শোক প্রস্তাব পাঠ করেন কমিটির সহ-সভাপতি রনজিত কুমার সিংহ। ৩০তম সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন যুগ্ম সাধারণ সম্পাদক প্রেমনাথ রায়। প্রতিবেদন দুটির উপর আলোচনা করেন শেখ নাসিম কচি, সুনীল চক্রবর্ত্তী, মাহফুজুল হক আনার ও জামিরুল রহমান জুয়েল। আলোচনা শেষে উপস্থিত সদস্যবৃন্দ হাত তুলে প্রতিবেদন দুটির অনুমোদন প্রদান করেন। দ্বিতীয় পর্বে ২০১৮-২০২০ ইং বছরের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন শুরু হয় আড়াইটা থেকে বিকাল ৫টা পর্যন্ত। মোট ভোটারের সংখ্যা ১৮৪ জন। এর মধ্যে ১৩৩জন ভোটার ভোট প্রয়োগ করে। নির্বাচন কমিশনের চেয়ারম্যান এ্যাডঃ আশফাক আলী জানান, সভাপতি পদে আব্দুস সামাদ ৭৬ ছোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দি প্রার্থী ডাঃ শফিকুর রহমান তরুন পেয়েছেন ৫২ ভোট। সহ-সভাপতি পদে শফিকুল হক ছুটু ৭৬ ভোট ও রনজিৎ কুমার সিংহ ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দিপ্রার্থী ডাঃ চৌধুরী মোহাম্মদ মোসাদ্দেকুল ইজদানী ভোট পেয়েছেন ৬৪টি ও আনোয়ার হোসেন ভোট পেয়েছে ৩৯টি। সাধারণ সম্পাদক পদে শামীম কবীর ৭৮টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দি প্রার্থী জামিরুল রহমান জুয়েল ভোট পেয়েছেন ৪৪টি। যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রকৌঃ মোঃ মোশাররফ হোসেন ৮৬টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দি প্রার্থী দিলিপ ভোট পেয়েছেন ৪০টি। কোষাধ্যক্ষ পদে আলহাজ্ব জহির শাহ্ ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দি প্রার্থী মনোয়ারুল হক মার্শাল ভোট পেয়েছেন ৫১টি। সম্পাদক মেডিকেল পদে মোঃ সাইদুর রহমান ৭৪টি ভোট পেয়ে জয়লাভ করেছেন তার প্রতিদ্বন্দি প্রার্থী বিধান চক্রবত্র্ী বাসু ৫১টি ভোট পান। সম্পাদক সমাজ কল্যাণ পদে আব্দুর রশিদ তোতা ৮৯টি ভোট পেটে নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্দি প্রার্থী সমর চক্রবত্র্ী ৩৯টি ভোট পান। সম্পাদক শিক্ষা তথ্য ও যোগাযোগ পদে মোঃ হারুন-অর-রশীদ ৭৭টি ছোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দি প্রার্থী সাহেদ হোসেন চৌধুরী রানা ৪৮টি ভোট পেয়েছেন। সদস্য পদে মোঃ রেজাউল করিম ৮৯টি ভোট পেয়েছেন প্রথম হয়েছেন, কাশী কুমার দাস ৮২ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন, মোঃ শফিউল্লাহ খান ৮১ ভোট পেয়ে ৩য় হয়েছেন, এ্যাডঃ মোঃ রফিকুল ইসলাম ঘুটু ভোট পেয়েছেন ৭৮টি, রেজওয়ান হোসেন চৌধুরী রানা ৭৮টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর পরিষদ থেকে একজন মাত্র শহিদুর রহমান শাহীন খান ৭৯টি ভোট পেয়ে জয়লাভ করেছেন। অপর পরিষদে সদস্য পদে ওবাইদুল ইসলাম সামু ৪৫টি, মদন মহন চক্রবর্ত্তী, কাইয়ুব দিলিপ ৩৮টি, বিধান চক্রবর্তী ৪৭টি ও মোঃ মাহফুজুল হক আনার ৫৮টি ভোট পেয়েছেন। এছাড়া অরবিন্দ সাধনালয় থেকে মনোনীত হয়ে সহ-সভাপতি পদে সুনীল কুমার চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রেমনাথ রায় ও নির্বাহী সদস্য হিসেবে স্বরূপ কুমার বকসীকে পরিষদে গঠনতন্ত্র অনুযায়ী সম্পৃক্ত করা হয়েছে।