
দিনাজপুর বার্তা২৪.কম :- আন্তজার্তিক প্রতিষ্ঠান গ্লোবাল এলায়েন্স অব ভ্যাকসিন এন্ড ইমিউনাইজেশন(গ্যাভী)কতৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনা “ভ্যাকসিন হিরো”উপাধিতে ভূষিত হওয়ায় দিনাজপুুরে আনন্দ র্যালী হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর সিভিল সার্জন অফিস থেকে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন ও হেলথ ইন্সপেক্টর এসোসিয়েশন এর দিনাজপুর শাখার পক্ষ থেকে একটি আনন্দ র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
উক্ত র্যালীতে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস সহ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশন দিনাজপুরের সভাপতি মো : আবুল খায়ের নাসিদ, সাধারন সম্পাদক স্বপন কুমার রায় ও হেলথ ইন্সপেক্টর এসোসিয়েশন সভাপতি রশিদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।