
দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ কয়েকদিন আগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু শেষরক্ষা হলো না কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও রাজ্যসভার সংসদ সদস্য রাজীব সাতাভের। রোববার সকালে পুনের জাহাঙ্গীর হাসপাতালে তিনি মারা যান। খবর এনডিটিভির। কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী টুইট করে বলেন, ‘আমার বন্ধু রাজীব সাতাভের মৃত্যুতে মর্মাহত। এটা আমাদের সবার জন্য বড় ক্ষতি। তিনি ছিলেন দক্ষ নেতা, যিনি কংগ্রেসের আদর্শের প্রকৃত রূপায়ণ করেছেন।’ গত ২২ এপ্রিল রাজীব সাতাভের করোনা পজিটিভ এসেছিল। এরপর গত ৯ মে তার করোনা নেগেটিভ আসে। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ৪৬ বছর বয়সী এই কংগ্রেস নেতা ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।