রংপুর থেকে ফিরে এসে মোঃ ওয়াহেদুর রহমান।। ”বঙ্গবন্ধুর বৈষম্যের ঠাঁই নাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদের উদ্যোগে ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে ১৩ মে শুক্রবার দুপুর ২ টায় রংপুর পাবলিক লাইব্রেরী (টাউন হল) রংপুর বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারী কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদের উপদেষ্টা মোঃ আব্দুর রউফ সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ রংপুর মহানগর সাধারণ সম্পাদক এম, এ মজিদ। অনুষ্ঠানে দাবী আদায়ের উপর বক্তব্য রাখেন, ঐক্য পরিষদের মূখ্য সমন্বয়ক মোঃ ওয়ারেছ আলী, সমন্বয়ক হিসেবে বক্তব্য রাখেন, মোঃ লুৎফর রহমান, নিজামুল ইসলাম ভূইয়া মিলন, ইব্রাহিম খলিল, মোঃ আনিছুর রহমান, মোঃ জিয়াউল হক, শাহ মোঃ মামুন, মোঃ মাহমুদুল হাসান, মোঃ নুরে আলম সিদ্দিকী, মোঃ মোফাজ্জল হোসেন, মোঃ তারিকুল ইসলাম, মোঃ মঞ্জুর রহমান, মোঃ আখতারুজ্জামান সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, সেলিম রেজা, মোঃ ফিরোজ, মোঃ সাইদ খান বাবু ও মোঃ ইলিয়াছ মাহমুদ। জেলা পর্যায়ে বক্তব্য রাখেন, দিনাজপুর থেকে জেসমিন, ঠাঁকুরগাও থেকে আজম রহমান,পঞ্চগড় থেকে হুমায়ুন কবির, নিলফামারী থেকে মঞ্জুর রহমান, গাইবান্ধা থেকে আবুল কালাম আজাদ, কুড়িগ্রাম থেকে কামাল হোসেন ও লালমনিরহাট জেলা থেকে এ কে এম সাইফুল ইসলামসহ নেতৃবৃন্দ। সমাবেশে উপস্থিত ছিলেন, ১১-২০ গ্রেডের সরকারী চাকুরীজিবিদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম,বাংলাদেশ সরকারি কর্মচারি উন্নয়ন পরিষদ,বাংলাদেশ সরকারি প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ, বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, বাংলাদেশ সরকারি কর্মচারী সংহতি পরিষদ, বাংলাদেশ জনস্বাস্থ্য প্রকৌশল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনসহ পেশাজীবি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রজাতন্ত্রের সকল স্তরের সম্মানিত কর্মচারীগন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধুর ১০২তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে শ্রদ্ধা জ্ঞাপন পূর্বক তার রুহের মাগফিরাত কামনা করে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্য মেনে নেয়া যাবে না বলে জোরালো কন্ঠে বলেন, ১৯৯৫ সালে সচিবালয়ে উচ্চমান সহকারী, প্রধান সহকারী, শাখা সহকারী ও বাজেট পরীক্ষকদের পদবী প্রশাসনিক কর্মকর্তা এবং সাট লিপিকারদের পদবী ব্যক্তিগত কর্মকর্তা করে সচিবালয় ও সচিবালয়ের বাহিরে কর্মচারীদের মধ্যে পদবী ও বেতন বৈষম্য সৃষ্টি করা হয়েছে। বর্তমানে বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতায় থাকা অবস্থায় সকল দপ্তর, অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন না করে শুধুমাত্র বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পদবী পরিবর্তন করার বিষয়টি বৈষম্য নিরসন না করে পূনরায় বৈষম্যর কঠিন বেড়াজাল তৈরী করা হয়েছে যা কোনভাবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে প্রত্যাশিত নয়। বঙ্গবন্ধুর সোনার বাংলায় কর্মচারীদের মধ্যে পুনরায় পদবী বৈষম্য বেড়াজাল সৃষ্টি করায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন এবং এর তীব্র প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে সকল দপ্তর অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন করে বেতন ও পদবী বৈষম্য দূর করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বিনীত আহবান জানান। বিভাগীয় সমাবেশ চলাকালীন বক্তারা আরো বলেন, আগামী ২০মে তারিখের মধ্যে উল্লেখিত দাবীসমুহ মেনে নেয়া না হলে আগামী ২৭ মে শুক্রবার সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকায় মহাসমাবেশের মাধ্যমে কঠোর থেকে কঠোরতর কঠোরতর কর্মসূচি ঘোষনা করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ আব্দুর রশিদ ও মোঃ জিয়াউল হক।