দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
কারওয়ান বাজারের রাফাস টাওয়ারে আগুন
মোফাচ্ছিলুল মাজেদ মার্চ ২৫, ২০১৭, ১:১৪ অপরাহ্ণ | পড়া হয়েছে ৬৬৯ বার |

দিনাজপুর বার্তা২৪ ডেক্স: রাজধানীর কারওয়ান বাজারের রাফাস টাওয়ারে অগ্নিকা- হয়েছে। এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে অগ্নিনির্বাপক বাহিনী। শুক্রবার বিকালে ভবনটির দ্বিতীয় তলায় লাগা ওই আগুনের খবর পেয়ে এক ঘণ্টার মধ্যেই তা নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি কর্মকর্তা মিজানুর রহমান ফায়ার সার্ভিস। তিনি বলেন, বিকাল ৪টা ২৫মিনিটে দ্বিতীয় তলার সাখাওয়াত টিম্বার হাউজে আগুন লাগে। খবর পেয়ে আমাদের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিকাল ৫টা ১৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে বেশ কিছু মালামাল পুড়ে গেছে জানিয়ে মিজানুর বলেন, ফ্রিজের সংযোগ তারের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি।

এই পাতার আরো খবর -
২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪২ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৮ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৫ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:১২ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:৫২ অপরাহ্ণ
এশা রাত ৭:০৮ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO