দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে ইয়াবা বড়িসহ চোলাই মদ জব্দ : আটক ৩
মোফাচ্ছিলুল মাজেদ মে ২১, ২০১৭, ৬:৪০ অপরাহ্ণ | পড়া হয়েছে ১,০৮৬ বার |

দিনাজপুর বার্তা২৪.কম॥    দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশ গত শনিবার রাতে পৃথক দুইটি মাদক বিরোধী অভিযান চালিয়ে পাঁচটি ইয়াবা বড়ি ও এক’শ লিটার চোলাই মদ জব্দ করেছে। এ ঘটনায় এক নারীসহ তিনজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলার বেতদীঘি ইউনিয়নের বেতদীঘি গ্রামের এজাজুল হকের ছেলে জহুরুল হক (২৮), একই এলাকার দেলোয়ারের ছেলে রাসেকিন (২২) ও শিবনগর ইউনিয়নের কামারডাঙ্গা গ্রামের মোল্লা মিস্ত্রির স্ত্রী পিসু মারডি (৪০)।

থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবীব বলেন, গোপন সূত্রে খবর পেয়ে উপ-পরিদর্শক আক্কেল আলী ও উপ-পরিদর্শক এসরাকুল ইসলামের নেতৃত্বে পুলিশ ওইদিন রাতে পৃথক দুইটি অভিযান চালিয়ে উল্লেখিত সংখ্যক ইয়াবা বড়ি ও চোলাই মদ জব্দসহ উল্লেখিত তিনজনকে আটক করেন। এ ঘটনায় পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে।

 

 

 

 

এই পাতার আরো খবর -
২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪২ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৮ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৫ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:১২ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:৫২ অপরাহ্ণ
এশা রাত ৭:০৮ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO