
শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
দিনাজপুর বার্তা২৪.কম॥ দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশ গত শনিবার রাতে পৃথক দুইটি মাদক বিরোধী অভিযান চালিয়ে পাঁচটি ইয়াবা বড়ি ও এক’শ লিটার চোলাই মদ জব্দ করেছে। এ ঘটনায় এক নারীসহ তিনজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, উপজেলার বেতদীঘি ইউনিয়নের বেতদীঘি গ্রামের এজাজুল হকের ছেলে জহুরুল হক (২৮), একই এলাকার দেলোয়ারের ছেলে রাসেকিন (২২) ও শিবনগর ইউনিয়নের কামারডাঙ্গা গ্রামের মোল্লা মিস্ত্রির স্ত্রী পিসু মারডি (৪০)।
থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবীব বলেন, গোপন সূত্রে খবর পেয়ে উপ-পরিদর্শক আক্কেল আলী ও উপ-পরিদর্শক এসরাকুল ইসলামের নেতৃত্বে পুলিশ ওইদিন রাতে পৃথক দুইটি অভিযান চালিয়ে উল্লেখিত সংখ্যক ইয়াবা বড়ি ও চোলাই মদ জব্দসহ উল্লেখিত তিনজনকে আটক করেন। এ ঘটনায় পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে।
দিনাজপুর, বাংলাদেশ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:১৩ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১১:৫৪ পূর্বাহ্ণ |
আছর | বিকাল ৩:৩৮ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৫:১৪ অপরাহ্ণ |
এশা | রাত ৬:৩৫ অপরাহ্ণ |