দিনাজপুর বার্তা২৪.কম॥ দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশ গত শনিবার রাতে পৃথক দুইটি মাদক বিরোধী অভিযান চালিয়ে পাঁচটি ইয়াবা বড়ি ও এক’শ লিটার চোলাই মদ জব্দ করেছে। এ ঘটনায় এক নারীসহ তিনজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, উপজেলার বেতদীঘি ইউনিয়নের বেতদীঘি গ্রামের এজাজুল হকের ছেলে জহুরুল হক (২৮), একই এলাকার দেলোয়ারের ছেলে রাসেকিন (২২) ও শিবনগর ইউনিয়নের কামারডাঙ্গা গ্রামের মোল্লা মিস্ত্রির স্ত্রী পিসু মারডি (৪০)।
থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবীব বলেন, গোপন সূত্রে খবর পেয়ে উপ-পরিদর্শক আক্কেল আলী ও উপ-পরিদর্শক এসরাকুল ইসলামের নেতৃত্বে পুলিশ ওইদিন রাতে পৃথক দুইটি অভিযান চালিয়ে উল্লেখিত সংখ্যক ইয়াবা বড়ি ও চোলাই মদ জব্দসহ উল্লেখিত তিনজনকে আটক করেন। এ ঘটনায় পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।