ঢাকাবুধবার , ২৪ মে ২০১৭
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

হাবিপ্রবি’র মডেল ইউনাইটেড নেশনস্ অ্যাসোসিয়েশন এর উদ্যোগে কর্মশালা

মোফাচ্ছিলুল মাজেদ
মে ২৪, ২০১৭ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা২৪.কম॥     বুধবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ হাবিপ্রবি মডেল ইউনাইটেড নেশনস্ অ্যাসেসিয়েশন ( এইচএসটিইউমোনা) এর উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম।

 

কৃষি রসায়ন বিভাগের প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিজনেস স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সফিউল আলম ও প্রক্টর ড. মো. খালেদ হোসেন।

 

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, সমগ্র বিশ্বকে একত্রিত করার জন্য জাতিসংঘ সংগঠন হিসেবে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও জাতিসংঘের মডেলে স্বেচ্ছাসেবি সংগঠন হিসেবে এইচএসটিইউমোনা’র কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে-এ আশাবাদ ব্যক্ত করছি।

 

কর্মশালায় যোগাযোগ দক্ষতা, নেতৃত্বের গুনাবলি এবং মানবিক মূল্যবোধ বিষয়ে আলোচনা করা হয়।

 

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।