দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
দিনাজপুরের কাহারোলে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত গুরুতর আহত ১০
মোফাচ্ছিলুল মাজেদ মে ২৯, ২০১৭, ১:২৬ অপরাহ্ণ | পড়া হয়েছে ৯৩৭ বার |

দিনাজপুর বার্তা২৪.কম॥ দিনাজপুরের কাহারোলের রামপুরা নামক এলাকায় বাস ও অটো বাইকের সংঘর্ষে ২ জন নিহত ও প্রায় ১০ জন আহত হয়েছে। আহতদেরকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার সকাল সোয়া ৯ টার দিকে এই দূর্ঘটনার ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে দিনাজপুর থেকে ঠাকুরগাঁও গামী একটি বাস কাহারোলের রামপুরা নামক এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় চালক নিয়ন্ত্রন হারিয়ে বাসটিকে খাদে ফেলে দেয়। এই ঘটনায় ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। গুরুতর আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, প্রত্যক্ষদর্শীরা  জানান মৃতের সংখ্যা বাড়তে পারে।

কাহারোল থানার ওসি মনসুর আলী সরকার ঘটনার সত্যত্বা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই স্থানীয় জনতার সহযোগিতায় পুলিশ নিহত ও আহতদেরকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। দূর্ঘটনা কবলিত যানগুলোকে উদ্ধারের অভিযান চলছে। ওই সড়কে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানান তিনি।

 

 

 

 

এই পাতার আরো খবর -
২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪২ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৮ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৫ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:১২ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:৫২ অপরাহ্ণ
এশা রাত ৭:০৮ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO