ঢাকামঙ্গলবার , ১২ জুলাই ২০২২
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

বোদায় সাবেক দুই জন গুণী শিক্ষক এর স্মারক গ্রন্থ এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

মোফাচ্ছিলুল মাজেদ
জুলাই ১২, ২০২২ ৯:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত দু’জন গুণী শিক্ষক “সন্তোষ গোপাল বর্মন স্মারক গ্রন্থ” ও “মোহাম্মদ নূরুল হোসেন স্মারক গ্রন্থ” এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত ৮ জুলাই শুক্রবার সন্ধ্যায় বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ হলরুমে ঐ স্কুলের প্রাক্তন ছাত্র গিরিন চন্দের সভাপতিত্বে প্রকাশনা উৎসবে স্মারক গ্রন্থ দু’টির বিভিন্ন দিক ও সাবেক দু’জন গুণী শিক্ষক নিয়ে স্মৃতিচারণ মূলক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, ডাঃ রফিকুল ইসলাম,কবি ও সাহিতিক আনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযুদ্ধা এ বি এম ইউনুস খোকা, প্রকৌশলী সামসুল আলম, অবসরপ্রাপ্ত শিক্ষক আজিজার রহমান, প্রকৌশলী হারুন আর রশিদ, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ল²ী রাণী বর্মন, অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাহিতিক প্রবীর চন্দ নয়ন, অবসরপ্রাপ্ত শিক্ষক বিকাশ চন্দ অধিকারী, সহকারী অধ্যাপক ফেরদৌস বেগম চায়না, সহকারী অধ্যাপক ও শিক্ষাবীদ এমরান আল আমিন, বোদা সরকারি মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জামিউল হক প্রমুখ। এ সময় দু’জন গুণী শিক্ষকের পরিবারবর্গ, শিক্ষক, সাংবাদিক, উন্নয়নকর্মী, কবি ও সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। দু’জন গুণী শিক্ষককের স্মারক গ্রন্থ দু’টির সম্পাদনা করেছেন সাহিত্যিক ও উন্নয়ন কর্মী মোঃ মাজেদুল ইসলাম বাবুল ও সামসুল আলম। স্মারক গ্রন্থ দু’টিতে লিখেছেন দু’জন গুণী শিক্ষকের ছাত্র ও সহকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।