দিনাজপুর বার্তা২৪ ডেক্স: বরিশালের গৌরনদী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১২তম বার্ষিক সাধারন সভা শুক্রবার সকালে গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের সভাপতি কাজী আসাদুজ্জামানের সভাপতিত্বে বার্ষিক রিপোর্ট পেশ করেন ইউনিয়নের সাধারন সম্পাদক প্রদীপ কুমার দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেডের (কাল্ব) চেয়ারম্যান জোনাস ঢাকী, বিশেষ অতিথি ছিলেন সাধার সম্পাদক এমদাদ হোসেন মালেক, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন, গৌরনরদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাইটিভি’র গৌরনদী প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সাবেক সভাপতি ও যুগান্তরের প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান রিপন, গৌরনদী রিপোর্টাস ইউনিটির সভাপতি ও দৈনিক দক্ষিণের মুখের প্রতিনিধি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক ও দৈনিক সকালের খবরের প্রতিনিধি বেলাল হোসেন, গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মীর আহসান আজাদ, মাহিলাড়া ডিগ্রী কলেজের প্রভাষক আলমগীর হোসেন কবিরাজ। বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সহ-সভাপতি মোঃ আলী আজিম খান পলাশ, কোষাধ্যক্ষ মোঃ লিটন আকন, নির্বাহী সদস্য আবুল খায়ের, মোঃ কামাল হোসেন, উপজেলা কালবের ম্যানেজার সঞ্জয় দত্ত।