ঢাকারবিবার , ২ এপ্রিল ২০১৭
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর রেল বাজার হাটের হেলে পড়া সেই ঝুকিপূর্ন বট গাছটি যে কোন সময় ভেঙ্গে পরে ঘটতে পারে সম্পদ হানী ও প্রাণ হানীর মত র্দুঘটনা

মোফাচ্ছিলুল মাজেদ
এপ্রিল ২, ২০১৭ ১২:১১ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ   রিপোর্টার   ॥   দিনাজপুর   শহরের   রেল   বাজার   হাটে   শীতলা

মন্দিরের নিকট একটি প্রকান্ড বট গাছ বেশ কিছু দিন ধরে

ঝুকিপুর্ন   ভাবে   দাড়িয়ে   থাকলেও   হাট   কমিটির   উক্ত   ব্যপারে

প্রশাসনকে কোন তাগিত দিচ্ছে না। ফলে যে কোন সময় বট

গাছটি ভেঙ্গে পরে প্রাণ হানির ঘটনা ঘটতে পারে।

বড়বন্দর রেল বাজার হাটের পশ্চিম দিকে মাটির জিনিসপত্র বিক্রয়ের

স্থাণ ও শীতলা মন্দির অবস্থিত। সেখানে রয়েছে দিলীপ কুন্ডু অরফে

ভট্কা   কুন্ডুর   বাড়ী   ও  দোকানঘর,   এই   গাছের   নিচে   সপ্তাতে

দুদিন   হাট   বসে।   সে   স্থানটিতে   একটি   প্রকান্ড   বট   গাছ

আছে যা দীর্ঘদিন থেকে দিলীপ কুন্ডুর দোকান ও বাড়ীর উপর

হেলে পড়েছে। বর্তমানে তা অত্যান্ত ঝুকিপুর্ণ ভাবে আছে। যে

কোন সময় গাছটি বাড়ীঘর, দোকানপাট ও হাটের লোকজনদের

উপর ভেঙ্গে পড়তে পারে। দুর্ঘটনা ঘটলে ব্যাপক প্রাণ হানি সহ

হাট   বাজারের   ক্ষতি   সাধন   হবে।   এব্যাপারে   রেল   বাজার   হাট

কমিটি কোন কার্য ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে

দিলীপ কুন্ডু সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী

ভূমি কমিশনার দিনাজপুর বরাবরে একটি করে অভিযোগপত্র জমা

দিয়েছেন। কিন্তু প্রায় ৩ মাস গত  হয়ে গেলেও  বট গাছটির

ব্যপারে কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন

রেল   বাজার   হাট   এলাকাবাসী।   এব্যাপারে   সুষ্ঠ   তদন্ত   সাপেক্ষে

সমস্যা   সমাধানে   এগিয়ে   আসবে   জেলা   প্রশাসন   এমনটি

প্রত্যাশা এলাকাবাসীর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।