দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

দিনাজপুরে বিধি নিষেধ অমান্য করায় ১ জনের কারাদন্ড, ১৬০টি মামলা ও ২ লক্ষ ৫ হাজার ৩০০ টাকা জরিমানা আদায়
দিনাজপুর বার্তা জুলাই ৬, ২০২১, ৩:৩১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে ৩৮৬ বার |

স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরে কঠোর লকডাউনে সরকারী বিধি নিষেধ অমান্য করায় ৫ জুলাই সোমবার জেলায় ১৬০টি মামলা দায়ের হয়েছে। মামলায় ১৬০ জনকে আসামী করা হয়েছে এবং ১ জনকে কারাদন্ড দেয়া হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে ২ লক্ষ ৫ হাজার ৩০০ টাকা।
দিনাজপুর জেলা মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, গতকাল সোমবার জেলার ১৩টি উপজেলায় ১৬০টি মামলায় ১৬০ জনকে আসামী করা হয়েছে। জরিমানা আদায় হয়েছে ২ লক্ষ ৫ হাজার ৩০০ টাকা। এর মধ্যে পৌর এলাকায় ৪৫টি মামলায় ৪৫ জনকে আসামী ও ২৮ হাজার ৮৫০ টাকা জরিমানা, বিরল উপজেলায় ৯টি মামলায় ৯ জন আসামী ও ৪ হাজার ২০০ টাকা জরিমানা আদায়, বিরামপুর উপজেলায় ১৬টি মামলায় ১৬ জন আসামী ও ৯ হাজার ৩শ’ টাকা জরিমানা, বোচাগঞ্জ উপজেলায় ২টি মামলায় ২ জন আসামী ও ১৫০০ টাকা জরিমানা, খানসামা উপজেলায় ৮টি মামলায় ৮ জন আসামী ও ৮ হাজার ৮০০ টাকা জরিমানা আদায়, হাকিমপুরে ৮টি মামলায় ৮জন আসামী ও ২ হাজার ৭শ’ টাকা জরিমানা, ঘোড়াঘাটে ৯টি মামলায় ৯ জন আসামী ও ১৬ হাজার টাকা জরিমানা, চিরিরবন্দর উপজেলায় ৪টি মামলায় ৪ জন আসামী ও ১ লক্ষ ২ হাজার টাকা জরিমানা, পার্বতীপুরে ২১টি মামলায় ২১ আসামী ও ১৫ হাজার ৫০ টাকা জরিমানা, ফুলবাড়ীতে ১৯টি মামলায় ১৯ জন আসামী ও ৪ হাজার ৬০০ টাকা জরিমানা, নবাবগঞ্জে ১৫টি মামলায় ১৫ জন আসামী ও ১১ হাজার ৫০০ টাকা জরিমানা এবং বীরগঞ্জ উপজেলায় ৪টি মামলায় ৪ জন আসামী ও ৮০০ টাকা জরিমানা আদায় হয়েছে। এর মধ্যে চিরিরবন্দরে ১ জনকে কারাদন্ড দেয়া হয়েছে।

এই পাতার আরো খবর -
২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৩ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৪ পূর্বাহ্ণ
আছরবিকাল ৩:৩৮ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:১৪ অপরাহ্ণ
এশা রাত ৬:৩৫ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়