দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
বগুড়ায় ছুরিকাঘাতে যুবক খুন
মোফাচ্ছিলুল মাজেদ মার্চ ২৫, ২০১৭, ১২:৪৬ অপরাহ্ণ | পড়া হয়েছে ৬২৩ বার |

দিনাজপুর বার্তা২৪ ডেক্স: বগুড়ার গাবতলীতে রামায়ন চন্দ্র দাস (২৫) নামের এক যুবক উপুর্ষুপরি ছুরিকাঘাতে খুন হয়েছেন। ঘটনাটি সংঘটিত হয়েছে  বৃহস্পতিবার রাতে গাবতলী উপজেলার নেপালী এলাকায়। নিহত রামায়ন এলাকার ধনঞ্জয় গ্রামে সুনীল চন্দ্র দাসের ছেলে।

ঘটনার পর পরই এলাকায় অভিযান চালিয়ে পুলিশ সন্ত্রাসী খুনী রবিন (১৭)কে আটক করে। সে একই এলাকার হেলালের ছেলে ।

গাবতলী পুলিশের একটি দায়িত্বশীল এফএনএসকে জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাত অনুমান সাড়ে ১০টার দিকে রামায়ন উপজেলার  নেপালতলী বাজার থেকে তার বাড়িতে ফিরছিল। এ সময় সেখানে বাড়ির পাশে এলাকার সন্ত্রাসী হিসিবে চিহ্নিত রবিনের সঙ্গে রামায়নের বড় ভাই সুশান্তের বাকবিতন্ডা হচ্ছিল। এর এক পর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাাক্ক ন শুরু হলে ভাইকে রক্ষায় রামায়ন এগিয়ে যায়। এসময় রবিন তার কাছে থাকা ছুরি বের করে রামায়নের পেট, মাথায় ও ডান পায় সহ তারশরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এতে রামায়ন গুরুতর আহত হন।

তাকে রাতেই মূমুর্ষ অবস্থায়  উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর রাতে  মারা যায় রামায়ন। শেষ খবর পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

এই পাতার আরো খবর -
২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৬ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:১৫ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:৫৫ অপরাহ্ণ
এশা রাত ৭:১১ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO