দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

বীরগঞ্জে লকডাউনে করোনা সংক্রমন রোধে মাঠে উপজেলা প্রশাসন
দিনাজপুর বার্তা জুলাই ১, ২০২১, ৭:৫৫ অপরাহ্ণ | পড়া হয়েছে ৩১৬ বার |

বীরগঞ্জ সংবাদদাতা ॥ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রশাসন করোনা সংক্রমন রোধে সপ্তাহব্যাপী লকডাউন চলাকালে কঠোর অবস্থান নিয়ে সকাল থেকে মাঠে অবস্থান নিয়েছে।
বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদেরের নেতৃত্বে সপ্তাহব্যাপী লকডাউনের প্রথম দিন ১ জুলাই বৃহস্পতিবার সকাল থেকে নির্বাহী ম্যাজিষ্টেট ও বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ ডালিম সরকার, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন প্রধান ও পুলিশের একটি টিম বীরগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকা সহ উপজেলার পলাশবাড়ি, শতগ্রাম, নিজপাড়া, মরিচা ইউনিয়নের বিভিন্ন বাজার ও এলাকায় পরিদর্শন করেন।
বিভিন্ন এলাকা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের বলেন, প্রাণঘাতী করোনা থেকে আমাদের নিজের ও প্রিয়জনের জীবন বাঁচাতে সপ্তাহব্যাপী লকডাউন মেনে চলুন। অপ্রয়োজনে কেউ ঘর থেকে বের হবেন না। স্বাস্থ্যবিধি মেনে চলুন , মাস্ক ব্যবহার করুন। করোনা সংক্রমণ প্রতিরোধে সবার সহযোগিতা ও সচেতনতা প্রয়োজন। অন্যথায় উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে যাবে।

এই পাতার আরো খবর -
৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৩ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৪ পূর্বাহ্ণ
আছরবিকাল ৩:৩৮ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:১৪ অপরাহ্ণ
এশা রাত ৬:৩৫ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়