দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
বোচাগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ সভা
মোফাচ্ছিলুল মাজেদ ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ৮:২৮ অপরাহ্ণ | পড়া হয়েছে ১৪০ বার |

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জে ২০শে ফেব্রুয়ারি সোমবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে রবিবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামলী সাহা এর সভাপতিত্বে অবহিতকরণ ও পরিকল্পনা সভা করা হয়েছে। সভায় বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, বোচাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সভাপতি এটিএম মিরাজ হায়দার, সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, ইপিআই টেকনোলোজিস্ট মোঃ বাহারাম হোসেন, স্বাস্থ্য পরিদর্শক মোঃ মনসুর আলীসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি প্রেজেন্টেশন করেন মেডিকেল অফিসার ডাঃ মোঃ নজরুল ইসলাম। উল্লেখ্য যে, ২০শে ফেব্রুয়ারি উপজেলা ১৪৪টি অস্থায়ী ও ১টি স্থায়ী টিকাদান কেন্দ্রসহ মোট ১৪৫টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এক যোগে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। অপর দিকে সরকারের এ কর্মসূচী সফল করার জন্য সকলের সহযোগিতা চেয়েছেন সদ্য যোগদানকৃত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামলী সাহা।

এই পাতার আরো খবর -
২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৪ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৮ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:২১ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৬:০৩ অপরাহ্ণ
এশা রাত ৭:১৯ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO