ঢাকাশনিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৩
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

শহীদ মোতালেব হোসেন রেসিঃ মডেল স্কুলে বরণ সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

মোফাচ্ছিলুল মাজেদ
ফেব্রুয়ারি ৪, ২০২৩ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি-

দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার শান্তিবাজারে শহীদ মোতালেব হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলে নতুন প্রধান শিক্ষক হিসেবে যোগদান করলেন মোঃ এরশাদুল হক। তার আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ উপলক্ষ্যে শনিবার (৪ ফেব্রুয়ারী) ক্যাম্পাসে বরণ সংবর্ধনা অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ আয়োজন করা হয়।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি, টি.এইচ ফাউন্ডেশনের পরিচালক , মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ, দিনাজপুর ডায়াবেটিস ও স্বাস্থ্য সেবা হাসপাতালে প্রাক্তন বিভাগীয় প্রধান ( অন্তঃ ও জরুরী) জনাব, ডাঃ মোঃ আলতাফ হোসেন। অত্র প্রতিষ্ঠানের সচিব, ফুলপুর কুতুবতডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব, মোঃ আনতাজ হোসেন, মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের অধ্যক্ষ (সাবেক আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ) জনাব, মোঃ মিজানুর রহমান।

অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও টি.এইচ ফাউন্ডেশনের পরিচালক ডাঃ মোঃ আলতাফ হোসেন বলেন, “আজকে প্রধান শিক্ষক বরণ সংবর্ধনা ও অভিভাবক সমাবেশের মাধ্যমে অভিভাবকবৃন্দের চিন্তা-চেতনা, পরামর্শ, ও অভিযোগসমূহ ভবিষ্যতে স্কুলের শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

পরিশেষে তিনি বরণ সংবর্ধনা ও অভিভাবক সমাবেশের আলোচনা সভায় অভিভাবকবৃন্দের মধ্যে থেকে যেসব সূচিন্তিত মতামত, পরামর্শ ও দিক-নির্দেশনা সমূহ এসেছে তা দ্রুত বাস্তবায়ন করে আরো শিক্ষার মানোন্নয়ন করা হবে মর্মে অভিভাবকবৃন্দকে আশ্বস্ত করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ আর রেসিঃ মডেল স্কুলের শিক্ষক (প্রাক্তন আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক) এম জি রফিক, কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামরুজ্জামান, মোঃ আক্কাস আলী, কেবি রেসিঃ মডেল স্কুলের পরিচালক মোঃ মিনহাজুল ইসলাম, ডাঃ মোঃ সাইফুল্লাহ, ডাঃ মোঃ মজিবর রহমান, আলহাজ্ব লুৎফর রহমান, আব্দুল লতিফ, মোঃ আসাদুল্লাহ আল গালিব, মোঃ নবিউল ইসলামসহ সকল ক্লাসের ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ, শিক্ষক/শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

নবাগত প্রধান শিক্ষক জনাব, মোঃ এরশাদুল হক কারমাইকেল কলেজ রংপুর থেকে হিসাববিজ্ঞান বিভাগ থেকে এম. বি. এস ডিগ্রি অর্জন শেষে দিনাজপুর শিক্ষা বোর্ডে বেশ কয়েকবার শ্রেষ্ঠত্ব অর্জনকারী আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে ২০১৫ সালে প্রভাষক হিসেবে যোগদান করেন। সেখানে তিনি দীর্ঘ ৭ বছর দায়িত্ব পালনের পর চলতি বছরের ১ লা ফেব্রুয়ারিতে শহীদ মোতালেব হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।