দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

দিনাজপুরে কোভিড-১৯ প্রতিরোধে দুঃস্থ মানুষের মাঝে সেনাবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ
দিনাজপুর বার্তা জুলাই ৮, ২০২১, ৮:০৪ অপরাহ্ণ | পড়া হয়েছে ৩১৯ বার |

স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরে সেনাবাহিনীর উদ্যোগে কোভিড-১৯ (করোনাভাইরাস) প্রতিরোধে করোনায় কর্মহীন হয়ে পড়া দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের জন্য বরাদ্দকৃত রেশন হতে দুঃস্থ ও অসহায় জনসাধারণের মাঝে এসব ত্রান/খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে সেনাবাহিনীর ৩৬ বীর (রিয়ার) ই-মেইল থেকে স্থানীয় সংবাদপত্রে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার চিরিরবন্দর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দুঃস্থ ও অসহায় জনসাধারণে মাঝে ত্রান বিতরণ করেন ১৬ পদাতিক বিগ্রেট’র অধিনস্ত ৩৬ বীর (রিয়ার) এর অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল ইমরান পিএসসি ও লেঃ ইমন ইসলাম।
এই বিজ্ঞপ্তি আরো বলা হয়, রংপুর ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল এসএম কামরুল হাসান এনডিসি, এইচডিএমসি, পিএসসি, জিওসি’র নির্দেশক্রমে ১৬ পদাতিক ব্রিগেড’র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান পিএসসি’র সার্বিক তত্বাবধানে এবং ৩৬ বীর (রিয়ার) রিয়ার অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল ইমরান পিএসসি’র সার্বিক সমন্বয়ে দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় মহামারি কোভিড-১৯ প্রতিরোধে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর ৩টি ইউনিট দিন-রাত পরিশ্রম করে যাচ্ছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশক্রমে যতদিন প্রয়োজন সেনাবাহিনীর সদস্যগণ এ দায়িত্ব পালন করে যাবে। বাংলাদেশ সেনাবাহিনী স্বাধীনতা পরবর্তী দেশের যে কোন প্রয়োজনে, যে কোন পরিস্থিতি মোকাবেলায় সাধারণ জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও সেনাবাহিনী যে কোন প্রয়োজনে সর্বদা বেসামরিক প্রশাসন তথা দেশের যে কোন প্রয়োজনে সর্বদা পাশে থাকবে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার জেলার চিরিরবন্দর উপজেলায় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
এছাড়া জেলার অন্যান্য উপজেলায় অন্যান্য দিনের মত সেনাবাহিনীর পক্ষ থেকে জনসাধারণকে কোভিড-১৯ (করোনাভাইরাস) প্রতিরোধে বিভিন্ন বিষয়ে সর্তক করা হয়।

এই পাতার আরো খবর -
৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৩ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৪ পূর্বাহ্ণ
আছরবিকাল ৩:৩৮ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:১৪ অপরাহ্ণ
এশা রাত ৬:৩৫ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়