
বৃহস্পতিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ, ১৭ই রজব, ১৪৪৪ হিজরি
হাকিমপুর সংবাদদাতা ॥ দিনাজপুরের হিলিতে আমকুড়ানোর সময় বজ্রপাতে নিহত দুই বোনের পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ২৩ জুন বুধবার বিকেলে ত্রাণ ও দূর্যোগ মন্ত্রনালয়ের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়।
নিহত দুই বোনের পিতা মফিজুল ইসলামের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন-উর-রশিদ। এ সময় সেখানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলম, ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, খট্টামাধবপাড়া ইউপির চেয়ারম্যান মোকলেছার রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য,গত ৭ জুন বিকেলে ঝড়ের সময় পাড়ির পাশে আম কুড়ানোর সময় উপজেলার লোহাচড়া গ্রামের মফিজুলের দুই মেয়ে মহসিনা (১২) ও মোফাসসিরা (১১) বজ্রপাতে নিহত হয়।
দিনাজপুর, বাংলাদেশ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২৭ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৪৫ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:২০ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:১৮ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৫:৫৫ অপরাহ্ণ |
এশা | রাত ৭:১৩ অপরাহ্ণ |