দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
খানসামায় পুকুরে ডিজেল তেলের গন্ধ, দেখতে উৎসুক মানুষের ভিড়
মোফাচ্ছিলুল মাজেদ এপ্রিল ১৩, ২০১৭, ৯:৩৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে ১,৬৯৪ বার |

দিনাজপুর বার্তা২৪.কম : চিরিরবন্দর  প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় পুকুরের পানিতে ডিজেল তেলের গন্ধযুক্ত খনিজ তেলের সন্ধান পাওয়া গেছে এটি দেখতে উৎসুক মানুষ ভিড় জমাচ্ছে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া গ্রামের বানিয়াপাড়ার হবিবর রহমানের পুকুরে এর সন্ধান মিলেছে

পুকুর মালিক হবিবর রহমান জানান, গত ১৫দিন আগে পাশের পাড়ার এক মহিলা পুকুরে গোসল করতে এসে পুকুরের পূর্বপাড়ে ভেজা কাপড় শুকাতে গিয়ে ডিজেল তেলের গন্ধ পান তিনি পুকুরের চারপাশে খুঁজে ওই জায়গা দিয়ে তেল চুঁয়ে পড়তে দেখেন এবং পুকুরের মালিককে ঘটনাটি জানান ঘটনা শোনার পর হবিবর রহমান তেলের বিষয় দেখতে আসেন এবং ডিজেল তেলের গন্ধ পান তিনি আরো জানান, গত বছর আগে কামরুজ্জামান নামে এক ব্যক্তি তাঁকে পুকুর পাড়ে তেল চুঁয়ে পড়ার বিষয়ে জানালেও গুরুত্ব দেননি পুকুরটি গত ২৫বছর আগে ৩৩ শতক জমির ওপরে খনন করা হয় সে সময় তেলের আলামত পাওয়া যায়নি পুকুর দেখতে আসা রফিকুল ইসলাম, শিহাবউদ্দিন মুকুল, নাজিমুদ্দিন, শাহানুর রহমান, প্রিয়নাথ, নুরল আলম জানানতেলের খনির বিষয়টি লোকমুখে শুনে এখানে দেখতে এসেছি তারা পুকুরের পানিতে তেল ভাসতে দেখছেন এবং পানি কাঁদামাটি হাতে নিয়ে শুকে আসল ডিজেল তেলের গন্ধ পেয়েছেন ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান হাফিজুল হক জানান, আমি পুকুর থেকে তেল বের হওয়ার বিষয়টি শুনেছি তবে তেল আসল কিনা তা পরীক্ষানিরীক্ষা ছাড়া বলা যাবে না গত ১১ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেছেন এই নমুনা ঢাকায় বিশেষজ্ঞদের নিকট পাঠাবেন বলে তিনি জানান

 

এই পাতার আরো খবর -
৫ই অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪৩ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৯ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৪ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:০৯ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:৪৯ অপরাহ্ণ
এশা রাত ৭:০৫ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO