
সোমবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
পার্বতীপুর সংবাদদাতা ॥ দিনাজপুরের পার্বতীপুরে একদিনে ৩৮ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। এটাই এই উপজেলার সর্বোচ্চ রেকর্ড। বর্তমানে পার্বতীপুর উপজেলায় করোনা রোগীর সংখ্যা ১১৭ জন। এর মধ্যে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ১০০ জন এবং ১৭ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ৩ জুলাই শনিবার দিনাজপুর সিভিল সার্জন কার্যালয় সুত্রে এ তথ্য পাওয়া গেছে। তথ্য মতে গত ২৪ ঘন্টায় পার্বতীপুর উপজেলার ৮৫ জনের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৮ জনের দেহে করোনা পাওয়া যায়। পার্বতীপুর উপজেলায় এ পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৬১৮ জন। এর মধ্যে মারা গেছে ১২ জন। সুস্থ হয়েছে ৪৮৯ জন।
দিনাজপুর, বাংলাদেশ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:১৫ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৩৬ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১১:৫৫ পূর্বাহ্ণ |
আছর | বিকাল ৩:৩৮ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৫:১৪ অপরাহ্ণ |
এশা | রাত ৬:৩৬ অপরাহ্ণ |