পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা ॥ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কৃষক দম্পতিদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ও সোমবার পীরগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি অফিসার রাজেন্দ্র নাথ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লায়লা আরজুমান বেগম ও তানিয়া তাবসসুম, উপ-সহকারি কৃষি কর্মকর্তা পঙ্কজ কুমার সরকার। উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৫ জন কৃষক দম্পতি এ প্রশিক্ষণে অংশ নেয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।