দিনাজপুর বার্তা২৪ ডেক্স:দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক প্রথম আলো’র সাবেক প্রতিনিধি ও স্থানীয় শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক সাদেকুল ইসলাম সাদেকের মাতা রাহিলা বেগম (৮৫) গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় উপজেলার চকচকা কলাবাগানস্থ নিজ বাড়িতে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহির.. রাজিউন)। মৃত্যুকালে তিনি চার ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে সাংবাদিক সাদেকুল ইসলাম সাদেকের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এড. মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. খুরশিদ আলম মতি, পৌর মেয়র মো. মুরতুজা সরকার মানিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. হায়দার আলী শাহ, সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল, জেলা পরিষদের সদস্য আলহাজ¦ মো. কামরুজ্জামান শাহ কামরু, শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জিল্লুর রহমান, উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, সহ-সভাপতি প্রভাষক আজিজুল হক সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ পারভেজ, সাপ্তাহিক দেশ মা’র প্রকাশক রাজু কুমার গুপ্ত, দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, দৈনিক বর্তমান প্রতিনিধি প্রভাষিকা রীতা গুপ্তা, দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি রাকিব হাসান জনি, দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি শহিদুল ইসলাম, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি খোরশেদ আলম, দৈনিক আজকালের খবর প্রতিনিধি প্লাবন গুপ্ত শুভ, একুশ আমার প্রতিনিধি নিলয় কুমার মন্টি প্রমূখ।