![](https://i0.wp.com/dinajpurbarta24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png?ssl=1)
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে আলোচিত ইমাম হোসেন হিরাকে হত্যার দায়ে জাকির হোসেন ও খালেক নামে দুই ভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদদেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিএম তারিকুল ইসলাম উপর্যুক্ত রায় প্রদান করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের এপিপি অ্যাড.আব্দুল হামিদ। সেইসঙ্গে মামলার অপর আসামি খতেজা বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস প্রদান করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই ভাই জাকির হোসেন ও খালেক দক্ষিণ সালন্দর গ্রামের নজরুল ইসলামের ছেলে। মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ অক্টোবর সন্ধ্যায় শহরের শান্তিনগর মহল্লার নুরুল ইসলামের ছেলে ইমাম হোসেন হীরা তার ২ বন্ধুর সঙ্গে আলাপ করছিল। ওইসময় পার্শ্ববর্তী দক্ষিণ সালন্দর গ্রামের নজরুল ইসলামের ছেলে জাকির হোসেন ও তার ছোটভাই খালেক হিরার উপর হামলা চালায় এবং কাপড় কাটা কাঁচি দিয়ে হিরার পেটে ও বুকে অতর্কিতে কোপায়। এ সময় গুরুতর অবস্থায় হীরাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে হীরা মারা যায়। এ ঘটনায় নিহতের ভাই শাহজাহান বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি হত্যা মামলা করেন। ঠাকুরগাঁও সদর থানার পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন।