ঢাকাবুধবার , ১৬ জুন ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে বখাটে ও মাদকসেবির কারাদণ্ড

দিনাজপুর বার্তা
জুন ১৬, ২০২১ ৩:০০ পূর্বাহ্ণ
Link Copied!

বিরামপুর সংবাদদাতা ॥ বিরামপুরে ইভটিজিং ও মাদক সেবনের দায়ে গতকাল মঙ্গলবার ভ্রাম্যমান আদালত তিন জনকে কারাদণ্ড দিয়েছে। পুলিশ দণ্ডিতদের দিনাজপুর কারাগারে পাঠিয়েছে।
জানা গেছে, শহরের কৃষ্টচাঁদপুর ভোকেশনাল স্কুল এলাকায় ১৫ জুন মঙ্গলবার সকালে ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগে পুলিশ ইসলামপাড়া মহল্লার আব্দুর রহিমের বখাটে ছেলে ইমনকে (২১) আটক করে। এছাড়া মাদক সেবনের অভিযোগে পুলিশ ইসলামপাড়া মহল্লার রমজান আলীর ছেলে রোস্তম আলী (৫০) ও শামসুল হকের ছেলে সাজুকে (৩২) আটক করে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকারের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত ইমনকে ছয় মাস, রোস্তমকে তিন মাস ও সাজুকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন, দন্ডিত আসামীদের গতকাল মঙ্গলবার দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।