বিরামপুর সংবাদদাতা ॥ দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বাজিতপুর নামক স্থানে ব্যাটারি চালিত ভ্যানের ধাক্কায় এক দৃষ্টি প্রতিবন্ধী শিশু নিহত হয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার (৩ জুলাই) সকালে বাজিতপুর নামক স্থানে শাওন (৭) রাস্তা পারাপারের সময় ব্যাটারি চালিত ভ্যান তাকে ধাক্কা দেয়। আহত শিশুকে বিরামপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আব্দুল্যা আল মাহমুদ শোভন তাকে মৃত: ঘোষণা করেন। নিহত শাওন নবাবগঞ্জ উপজেলার বাজিতপুর গ্রামের বুলেট হোসেনের ছেলে।
নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।