দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

দিনাজপুরে সেভিল স্কুল এন্ড কলেজের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
মোফাচ্ছিলুল মাজেদ নভেম্বর ১৫, ২০১৭, ১০:২১ অপরাহ্ণ | পড়া হয়েছে ৮৮১ বার |

দিনাজপুর বার্তা২৪.কম :- দিনাজপুরে সেভিল স্কুল এন্ড কলেজের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৫ নভেম্বর বুধবার সকালে শহরের বালুবাড়িস্থ ক্যাম্পাসে উক্ত অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সেভিল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মতিয়ার রহমান।

উক্ত অভিভাবক সমাবেশে প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মিরাজুল্লাহ মাহমুদী মিরাজ এর পরিচালনায় আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অপর উপাধ্যক্ষ সাঈদা নাসরিনসহ অভিভাবকবৃন্দ।

সমাবেশে সেভিল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বক্তব্যে বলেন, সম্মানিত অভিভাবকগণের সহযোগিতায় প্রতিষ্ঠানটি আজ সেরা স্কুলের পুরস্কারে ভুষিত হয়েছে। শিক্ষা ও পরিচালনা ব্যবস্থা প্রশাসনসহ অভিভাবকদের সুনজর আমাদের অভিভুত করেছে। তিনি আরও বলেন, আগামীতে আপনাদের সহযোগিতায় সেভিল স্কুল এন্ড কলেজকে উচ্চ শিখরে পৌছে দিতে আমরা বদ্ধপরিকর।

স্বরণকালের অভিভাবকবৃন্দের অংশগ্রহনে উক্ত সমাবেশে বক্তব্যশেষে প্রতিষ্ঠান থেকে পিএসসি পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ করা হয় এবং তাদের জন্য বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত সকলেই।

 

 

এই পাতার আরো খবর -
২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৩ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৪ পূর্বাহ্ণ
আছরবিকাল ৩:৩৮ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:১৪ অপরাহ্ণ
এশা রাত ৬:৩৫ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়