দিনাজপুর বার্তা২৪.কম ॥ ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের মন্ডলাদাম গ্রামের ঐক্যজিতের বাড়িতে বইছে আনন্দের বন্যা। গত ৫ মে শুক্রবার রাতে চ্যানেল আই ‘ক্ষুদে গান রাজ’ সিজন সিক্স প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে প্রথম রানার আপ হওয়ায় তার পরিবার আনন্দে ভাসছে। ব্যান্ড পার্টি সহ আনন্দ মিছিল করেছে তার পরিবারের লোকজন। তার বাবার নাম ব্রজেন্দ্রনাথ, মায়ের নাম ববিতা রাণী, তারা এক ভাই এক বোনের মধ্যে সে বড়। তার গ্রামের বাড়িতে সরেজমিনে গিয়ে তার দাদার সাথে কথা হয়। তার দাদা আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, “আমার নাতি (ঐক্য), সে প্রথম রানার আপ হওয়ায় আমি খুব গর্বিত ও আনন্দিত।” ঐক্য জিতের বাবার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সংবাদ মাধ্যমকে জানান, “৬৫ হাজার প্রতিযোগির মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে আমার ছেলে ঐক্য ১ম রানার আপ হওয়াতে আমি গর্বিত ও আনন্দিত এবং সকলের নিকট আশীর্বাদ কামনা করছি আমার ঐক্য যেন আরো অনেক দুর এগিয়ে যেতে পারে।”