দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

”পূর্ব শত্রুতা ও টাকার জন্যই শিশু তোষার হত্যা কান্ড সংঘটিত হয়েছে বলে পুলিশের দাবি ” – পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন
মোফাচ্ছিলুল মাজেদ মে ১, ২০১৭, ৫:৩০ অপরাহ্ণ | পড়া হয়েছে ১,০৫৫ বার |

সফিকুল ইসলাম শিল্পী,রানীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের তিন বছরের শিশু তুষার হত্যার মুল হোতা তুষারের আপন মামা সেতুসহ ৯জনকে গ্রেপ্তারের করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে আসামী সেতুর জবানবন্দিতে মুল হত্যাকারি হিসেবে প্রমান পাওয়া যায় বলে দাবি পুলিশের। সোমবার দুপুর ১২টায় ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে তা নিশ্চিত করা হয়। সংবাদ সম্মেলনে পুলিশ জানান, ২৬ এপ্রিল সকালে আসামী সেতু বাসা থেকে তুষারকে ডেকে নিয়ে অজ্ঞান করে। পরে বস্তায় ভরে গোপন জায়গায় নিয়ে মুক্তিপন দাবি করে। এরই মধ্যে পরিবারের লোকজন তোশাকে খুজে। পরে আবারো মুক্তিপনসহ পূর্বশতত্রুতার কথা জানায় অপহরনকারিরা। পরিশেষে টাকা না পেয়ে শিশুটিকে মেঝেতে ফেলে ৪জনের উপস্থিতে জবাই করে কৌশলে অনত্র জায়গায় শিশু তুষারের লাশ ফেলে রেখে পালিয়ে যায়। পূর্ব শত্রুতা টাকার জন্যই এই হত্যা কান্ড সংঘটিত হয়েছে বলে দাবি পুলিশের। হত্যার সাথে জড়িত সেতু, সাজু, শান্তসহ ৯জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন পুলিশ। এসময় পুলিশ সুপার ফারহাদ আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন, রানীশংকেল সার্কেলের এএসপি হাসিবুল আলমসহ পুলিশের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৬ এপ্রিল তুষার অপহরণ হওয়ার ২দিন পর রাণীশংকৈল উপজেলার নন্দুয়া ইউনিয়নের সিরাজ মাস্টারের বাড়ির খড়ের গাদা থেকে শিশু তুষারের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। ওই উপজেলার মুনিষগাঁও গ্রামের মো: মাসুদ রানার ছেলে তুষার ()

এই পাতার আরো খবর -
৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৩ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৪ পূর্বাহ্ণ
আছরবিকাল ৩:৩৮ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:১৪ অপরাহ্ণ
এশা রাত ৬:৩৫ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়