ঢাকাশুক্রবার , ২০ মার্চ ২০২০
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

মোফাচ্ছিলুল মাজেদ
মার্চ ২০, ২০২০ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও শহরে মাটির গর্তের ভেতরে থেকে নিখোঁজ কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। একজনকে আটক করাও হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের ফকিরপাড়ার দুই নম্বর গেট এলাকার জেলা প্রশাসক পর্যটন পার্ক থেকে এ শিশুর লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে ঠাকুরগাঁও সদর থানার এসআই হারুন অর রশিদ। নিহত নুপুর (৮) শহরের ফকিরপাড়া দুই নম্বর গেট এলাকার রিকশাচালক হারুনুর রশিদের মেয়ে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফকিরপাড়া দুই নম্বর গেট এলাকার সিরাজ উদ্দীনের ছেলে সোহেল রানাকে (১৯) আটক করা হয়েছে। পরিবারকে উদ্ধৃত করে এসআই হারুন অর রশিদ বলেন, গত বৃহস্পতিবার দুপুরে বাড়ির আঙিনায় খেলছিল নুপুর। খেলার একপর্যায়ে বাড়ি থেকে বের হয়ে গেলে আর ফেরেনি সে। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি ও মাইকিং করে নুপুরকে না পেয়ে থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করে এসআই হারুন জানান, রাত সাড়ে ১১টার দিকে পরিবারের লোকজন বাড়ির পাশে জেলা প্রশাসক পর্যটন পার্কে খোঁজাখুঁজির সময় আম বাগানে মাটির গর্তের ভেতরে শিশু নুপুরের লাশ দেখতে পান। পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। এসআই বলেন, কীভাবে এ হত্যাকাÐ ঘটেছে এ মুহূর্তে কিছু বলা যাচ্ছে না তবে আমরা এর প্রকৃত ঘটনা বের করার চেষ্টা করছি এবং মামলা করার প্রস্তুতি চলছে। নিহত শিশু নুপুরের লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।