ঢাকাবুধবার , ১২ মে ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে আনসারদের মাঝে ঈদ উপহার বিতরণ

দিনাজপুর বার্তা
মে ১২, ২০২১ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

মেহেদী হাসান উজ্জ্বল, ফুলবাড়ী সংবাদদাতা ॥ দিনাজপুরের ফুলবাড়ীতে আনসার ভিডিপি’র দুস্থ্য সদস্যদের মাঝে ঈদ উপহার স্বরুপ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে আনসার ভিডিপি’র দুস্থ্য সদস্যদের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো: রিয়াজ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মোছা: কানিজ আফরোজ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো: হাসানুল মোবিন, উপজেলা প্রশিক্ষক সুশান্ত চন্দ্র সরকার, উপজেলা প্রশিক্ষিকা মোছা: তাহেরা বেগম, উপজেলা কোম্পানি কমান্ডার নুরি আক্তার প্রমুখ।।
স্বাস্থ্য বিধি মেনে ১২ মে বুধবার ১০টার সময় উপজেলা চত্বরে ২৫ জন নারী ও ২৫ পুরুষ মিলে মোট ৫০জন সদস্যকে এসব উপহার সামগ্রী দেয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্য।
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো: হাসানুল মোবিন বলেন, আমাদের ডিজি স্যারের পক্ষ থেকে দেয়া দুস্থ্য সদস্যদের জন্য ঈদ উপহার হিসেবে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন খাদ্য সামগ্রী দেয়া হচ্ছে। যেন তারা ভালভাবে ঈদ উদযাপন করতে পরেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।