ঢাকাশনিবার , ২২ মে ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

করোনায় বিকল্প পদ্ধতিতে শিক্ষার্থীদের পড়াশোনার মধ্যে রাখতে হবে: ফিজার এমপি

দিনাজপুর বার্তা
মে ২২, ২০২১ ৩:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

ফুলবাড়ী সংবাদদাতা ॥ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন, বাংলাদেশকে বিশ্বের সাথে এগিয়ে নিতে বুদ্ধি দিয়ে এগিয়ে যেতে হবে। বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। বিজ্ঞানকে কাজে লাগিয়ে বিশ্বের দরবারে বাংলাদেশের বিজ্ঞানীদের স্থান করে নিতে হবে। ভালো শিক্ষার্থীদের দ্বারাই সেটা সম্ভব। বিদ্যালয়ে ভালো পড়াশোনা না হলে, বহুতল ভবন কোন কাজে আসে না।
তিনি আরো বলেন, করোনাকালে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। কাজেই বিকল্প পদ্ধতি অবলম্বন করে শিক্ষার্থীদেরকে পড়াশোনার মধ্যেই রাখতে হবে। স্বাস্থ্যবিধি মেনে খোলা মাঠে একেকদিন একেক শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষা চর্চা করলেই, শিক্ষার্থীদের মনযোগ শিক্ষায় ফিরিয়ে আনা সম্ভব। করোনার বিরুদ্ধে যেহেতু কোন অস্ত্র নেই, তাই স্বাস্থ’্যবিধি মেনেই করোনাকে মোকাবিলা করতে হবে।
২১ মে শুক্রবার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের মালঞ্চা (দামারপাড়) নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনীকালে প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথা বলেছেন তিনি।
সকাল ১০টায় মালঞ্চা (দামারপাড়) নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেতদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, কাজিহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক রতন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইন্সটিটিউটের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।