দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ফেনীতে পুলিশ হেফাজতে আসামির মৃত্যুর অভিযোগ
মোফাচ্ছিলুল মাজেদ মার্চ ২৫, ২০১৭, ১:১৬ অপরাহ্ণ | পড়া হয়েছে ৬১২ বার |

দিনাজপুর বার্তা২৪ ডেক্স:  ফেনীতে পুলিশ হেফাজতে নুরুল আমীন নামে এক আসামির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। নুরুল আমীন (৫৪)ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর গ্রামের আবদুর রাজ্জাকে ছেলে। তিনি স্থানীয় এক ব্যক্তিকে মারধরের মামলার আসামি। তবে নুরুল আমীনের ভাতিজা নজরুল ইসলাম জুয়েলের অভিযোগ পুলিশ অস্বীকার করেছে। জুয়েল বলেন, মারধরের অভিযোগে করা মামলায় আমার ফুফাকে বৃহস্পতিবার বিকালে গ্রেফতার করে পুলিশ। পরে আমরা থানায় তার খোঁজ নিতে গেলে তিনি সদর হাসপাতালে আছেন বলে জানায় তারা। সদর হাসপাতালে গিয়ে ফুফাকে অচেতন অবস্থায় পেয়ে চিকিৎসকদের পরার্মশে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাই। মেডিকেলের চিকিৎসকরা জানান তিন ঘণ্টা আগে ফুফার মৃত্যু হয়েছে। জুয়েলের দাবি, আমীনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং পুলিশের হেফাজতে নির্যাতনে তার মৃত্যু হয়েছে। এ নিয়ে ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী বলেন, বৃহস্পতিবার বিকালে আসামি আমীনকে গ্রেফতার করে থানা হাজতে রাখা হয়। রাত সাড়ে ৮টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিক ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। এ ঘটনায় সোমবার আদালতে মামলা করবেন বলে জানিয়েছেন আমীনের ছেলে নুরুল আবসার মানিক।

এই পাতার আরো খবর -
২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৩ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৪ পূর্বাহ্ণ
আছরবিকাল ৩:৩৮ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:১৪ অপরাহ্ণ
এশা রাত ৬:৩৫ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়