দিনাজপুর বার্তা২৪.কম :- দিল্লিতে আগামি ৫ অক্টোবর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। ইনডিয়ান ইকনোমিক ফোরামে যোগ দিতে আগামি ৩ অক্টোবর ভারতের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর এটাই হবে ভারতে তার প্রথম সফর। পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন গতকাল রোববার সাংবাদিকদের বলেন, ৩ থেকে ৫ অক্টোবর ইনডিয়ান ইকনোমিক ফোরামে যোগ দেবেন প্রধানমন্ত্রী। দ্বিপক্ষীয় বৈঠকটি হবে ৫ অক্টোবর। চীনে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত মাহবুব উজ জামানের দেওয়া এক মধ্যাহ্নভোজের অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন পররাষ্ট্রমন্ত্রী। সা¤প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও ভারতের সম্পর্কোন্নয়নের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, আসামের নাগরিকপঞ্জির বিষয়ে ভারতের প্রতিশ্রæতিতে ‘আস্থা’ রেখেছে বাংলাদেশ। নাগরিকপঞ্জি থেকে বাদ পড়া ১৯ লাখ মানুষকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি নেতারা হুমকি দিয়ে এলেও সরকারিভাবে বলা হচ্ছে, নাগরিকপঞ্জি একান্তই ভারতের অভ্যন্তরীণ বিষয়। হাসিনা-মোদী বৈঠকে কী কী বিষয় আসতে পারে, সে বিষয়ে কোনো ধারণা দেননি পররাষ্ট্রমন্ত্রী মোমেন। তিনি বলেছেন, সার্বিকভাবে সবকিছুই সেখানে আসবে।