দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
হুইপ ইকবালুর রহিম এমপি’র হাতে ফুলের তোড়া দিয়ে দিনাজপুরে দুই হাজার নেতাকর্মীর আওয়ামীলীগে যোগদান
মোফাচ্ছিলুল মাজেদ অক্টোবর ২১, ২০১৭, ১০:১৭ অপরাহ্ণ | পড়া হয়েছে ১,১৫৮ বার |

দিনাজপুর বার্তা২৪.কম :-দিনাজপুরে বিএনপি, জাতীয় পার্টি ও জাগপা’র ২ হাজার নেতাকর্মী জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি’র হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগের যোগদান করেছেন।

২০ অক্টোবর শনিবার বিকেল ৪টায় দিনাজপুর একাডেমী স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এসব নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। দিনাজপুর শহর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফরিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদ্য আওয়ামীলীগে যোগদানকারী দিনাজপুর পৌরসভার ৪ বারের নির্বাচিত কাউন্সিলর মোঃ জিয়াউর রহমান নওশাদ, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ ওয়াহেদুল আলম আর্টিষ্ট। বিএনপি, জাতীয় পার্টি ও জাগপা’র সদ্য যোগদানকারী নেতাকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, জেলা জাগপা’র নেতা মোঃ রেজাউল ইসলাম রেজা, ৩নং ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ হানিফ, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান নভেল প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি যোগদানকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, আপনারা এমন সময় আওয়ামীলীগে যোগদান করেছেন যখন দেশকে নিয়ে একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি বলেন, আমি এ যাবত দিনাজপুরবাসীর জন্য ১৬’শ কোটি টাকার উন্নয়ন কাজ করেছি। এর মধ্যে রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, ঈদগাহ মাঠ বিভিন্ন স্থাপনা রয়েছে। তিনি বলেন, দিনাজপুরে ৬৮ হাজার বাড়ীতে বিদ্যুত সংযোগ দেয়া হয়েছে। বিগত সরকারের আমলে দিনাজপুরে ২২ ঘন্টার মত বিদ্যুতের লোড শেডিং থাকত। কিন্তু বর্তমান সরকারের আমলে ব্যাপক বিদ্যুতায়নের ফলে বর্তমানে দিনাজপুরে ২ ঘন্টারও কম বিদ্যুতের লোড শেডিং হয়। ফলে মানুষের জীবনযাত্রার মান বেড়েছে, ভোগান্তি কমেছে। বক্তব্যের শেষে হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, আমি যতদিন বেঁচে থাকব জীবন দিয়ে হলেও দিনাজপুরবাসীর ঋণ পরিশোধ করব ইনশাআল্লাহ।

এই পাতার আরো খবর -
২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৯ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৫ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৭ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:১৮ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:৫৯ অপরাহ্ণ
এশা রাত ৭:১৬ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO