
সোমবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ শুদ্ধ ভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা ২০১৮ এর বিভাগ চ্যাম্পিয়ন হয়েছেন সেতাবগঞ্জ সরকারী কলেজ ও মেলাগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয়। গত বৃহস্পতিবার সকাল ১১টায় রংপুর শিশু একাডেমিতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় রংপুর বিভাগের ৮টি জেলা অংশ নেয়। বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার পর বোচাগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সারওয়ার মোর্শেদ এবং সদস্য সচিব মোঃ শামীম আজাদ সরকারের সাথে ফটো সেশনে অংশ নেন মেলাগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীম আরা বুলবুল, সেতাবগঞ্জ সরকারী কলেজের শিক্ষার্থী, শিল্পকলা একাডেমির প্রশিক্ষক সরল কুমার রায় সহ শিল্পকলা একাডেমির অন্যান্য কলাকৌশলীবৃন্দ।
দিনাজপুর, বাংলাদেশ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:১৫ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৩৬ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১১:৫৫ পূর্বাহ্ণ |
আছর | বিকাল ৩:৩৮ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৫:১৪ অপরাহ্ণ |
এশা | রাত ৬:৩৬ অপরাহ্ণ |