দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

মানুষকে ঘরে রাখতে কঠোর অবস্থানে চিরিরবন্দর উপজেলা প্রশাসন
দিনাজপুর বার্তা জুলাই ৩, ২০২১, ৭:৫৬ অপরাহ্ণ | পড়া হয়েছে ৬০৩ বার |

চিরিরবন্দর সংবাদদাতা ॥ সরকার ঘোষিত সপ্তাহব্যাপী লকডাউনের প্রথম দিন থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির মধ্যেই কঠোর লকডাউননের ৩য় দিন বাস্তবায়নের জন্য চিরিরবন্দর উপজেলার বিভিন্ন সড়কসহ বিভিন্ন হাট-বাজারে উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকা নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসানের নেতৃত্বে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন।
টহল জোরদার করতে সঙ্গে আছেন সেনাবাহীনি, বিজিবি ও পুলিশ। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশি চেকপোষ্ট। প্রয়োজন ব্যতীত বাহিরে অবস্থান করলেই নেয়া হচ্ছে আইনি ব্যবস্থা। জনসমাগম নিয়ন্ত্রণ এবং আইন বহির্ভূত যান চলাচল ঠেকাতে কঠোর অবস্থানে পুলিশ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরতিজা হাসান জানান, স্বাস্থ্য বিধি না মানার কারণে লকডাউনের শুরু থেকে ৩ জুলাই শনিবার পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। অভিযান চলমান থাকবে জানিয়ে তিনি সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার আহব্বান জানান।

এই পাতার আরো খবর -
৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৩ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৪ পূর্বাহ্ণ
আছরবিকাল ৩:৩৮ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:১৪ অপরাহ্ণ
এশা রাত ৬:৩৫ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়